নিজস্ব প্রতিবেদক | ০১ জুলাই ২০২০ | ১:০০ অপরাহ্ণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ৩০শে জুন, মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সর্বশেষ নির্দেশনার আওতায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এই এজিএম অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোসে মার্সেলিনো উর্গাটে।
এজিএমে কোম্পানির পরিচালকবৃন্দ, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং শেয়ারহোল্ডারবৃন্দ অংশ নেন। শেয়ারহোল্ডারবৃন্দ ৩১শে ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদনসহ সব এজেন্ডা অনুমোদন করেন।
বাংলাদেশ সময়: ১:০০ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan