| ০২ জানুয়ারি ২০১৯ | ১২:০৫ অপরাহ্ণ
পুঁজিবাজার ডেস্ক :: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার বিক্রেতা শূন্য হয়ে গেছে ৪টি কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছেঃ- সাভার রিফ্যাক্টোরিজ, শ্যামপুর সুগার মিলস, আজিজ পাইপস ও এমারেল্ড অয়েল ।
সূত্র মতে, আজ দুপুর ১১টা ১০ মিনিট পর্যন্ত সাভার রিফ্যাক্টোরিজের স্ক্রিনে ৪ হাজার ৭৩টি, শ্যামপুর সুগার মিলের ১৬ হাজার ৭৪৫ টি, আজিজ পাইপের ৫১ হাজার ৪৮০টি এবং এমারেল্ড অয়েলের ২ লাখ ৬ হাজার ৬৫৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।
আলোচ্য সময়ে সাভার রিফ্যাক্টোরিজ এর শেয়ার সর্বশেষ ১২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয় এবং গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১১০ টাকা ৩০ পয়সা। শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয় এবং গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৪ টাকা ১০ পয়সা।
আজিজ পাইপস লিমিটেডের শেয়ার সর্বশেষ ১৯৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয় এবং গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৭৬ টাকা ৮০ পয়সা। এমারেল্ড অয়েল লিমিটেডের শেয়ার সর্বশেষ ১৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয় এবং গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৬ টাকা ৬০ পয়সা।
বাংলাদেশ সময়: ১২:০৫ অপরাহ্ণ | বুধবার, ০২ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed