• ৫ বছরে জিডিপির প্রবৃদ্ধি হবে দুই অঙ্কের : অর্থমন্ত্রী

    বিবিএনিউজ.নেট | ০৭ মার্চ ২০১৯ | ১:৪০ অপরাহ্ণ

    ৫ বছরে জিডিপির প্রবৃদ্ধি হবে দুই অঙ্কের : অর্থমন্ত্রী
    apps

    অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশাপ্রকাশ করে বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে জিডিপির প্রবৃদ্ধি দুই অঙ্কের হবে। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌদি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

    অর্থমন্ত্রী বলেন, শেষ তিন বছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.১১, ৭.২৮ এবং ৭.৮৬ শতাংশ। আমরা আশা করছি, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৮.১১ থেকে ৮.২৫ শতাংশ হবে।

    Progoti-Insurance-AAA.jpg

    ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের আশা ২০৩০ সালের মধ্যে ৩১তম এবং ২০৪১ সালে ২০তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।

    শেষ বছরে ২৮৭ হাজার বাংলাদেশি হজ ও ওমরাহ পালন করেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিবছর হজ ও ওমরাহ পালনের সংখ্যা বাড়ছে।


    সৌদি আরবে ২.৮ মিলিয়ন বাংলাদেশি আছে উল্লেখ করে তিনি বলেন, শেষ বছরে আমরা সৌদি থেকে ২.৬ বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স পেয়েছি, যা দেশের মোট রেমিটেন্সের প্রায় ১৮ শতাংশ।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি