
| বুধবার, ০২ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 901 বার পঠিত
সিকিউরিটিজ হাউজগুলোর ডিসেম্বর, ২০১৮ মাসের আর্থিক সমন্বয় (নিটিং) ও ঋণ প্রদানের তথ্য আগামী ৭ জানুয়ারির দাখিল করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এছাড়া প্রতিষ্ঠানগুলোর নেট ক্যাপিটাল ব্যালেন্স রিপোর্ট আগামী ৩ জানুয়ারির মধ্যে দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়,সিকিউরিটিজ হাউজগুলো প্রতি মাসে তাদের আর্থিক সমন্বয় ও ঋণ সরবরাহের তথ্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করবে বলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা রয়েছে। যার নং : SEC/CMRRCD/২০০৯-১৯৩/১১ তারিখ জানুয়ারি ৩১,২০১০। ২০১০ সালের ৩১ জানুয়ারি বিএসইসির এই নির্দেশনার পর থেকে প্রতি মাসেই সিকিউরিটিজ হাউজগুলো তাদের আর্থিক সমন্বয় (নিটিং) ও ঋণ সরবরাহের তথ্য দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ডিসেম্বর, ২০১৮ মাসের প্রতিবেদন আগামী ৭ জানুয়ারির মধ্যে দাখিল করতে হবে বলে সিএসই সূত্র জানিয়েছে।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০২ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed