শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অক্টোবরে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   354 বার পঠিত

অক্টোবরে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে

অক্টোবর মাসে পুঁজিবাজারে এসেছেন নতুন করে পৌনে ১ লাখ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবধারী বিনিয়োগকারী। শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিডিবিএলের তথ্য মত, ১ অক্টোবর বিনিয়োগকারীদের বিও’র সংখ্যা ছিলো ২২ লাখ ৮৬ হাজার ৩৫৪টি। সেখান থেকে ৭৮ হাজার ১২৯টি বেড়ে নভেম্বরে দাঁড়িয়েছে ২৩ লাখ ৬৪ হাজার ৪৮৩টিতে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সেকেন্ডারি মার্কেটে ইতিবাচক লেনদেনের পাশাপাশি বেশ কিছু কোম্পানির আইপিও অনুমোদন দেওয়ার ফলে নতুন করে বিনিয়োগ করে পুঁজিবাজারে এসেছেন বিনিয়োগকরীরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী অর্থসূচককে বলেন, নতুন কমিটির নেতৃত্বে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পুঁজিবাজার। অল্প দামে ভালো ভালো কোম্পানির শেয়ার কিনতে পারছেন বিনিয়োগকারীরা।

‘অপরদিকে ওয়ালটনসহ নতুন নতুন কোম্পানির আইপিওতে আবেদনের লক্ষ্যে বিনিয়োগকারীরা অ্যাকাউন্ট খুলছেন।’

তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেশ কিছু উদ্যোগের ফলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পুঁজিবাজার। আর তাতে বিনিয়োগকারীরা নতুন করে বাজারে ঝুঁকছেন।

সিডিবিএলের তথ্য মতে, ১ অক্টোবর বিনিয়োগকারীদের বিও হিসাব ছিলো ২৩ লাখ ৬৪ হাজার ৩৫৪টি। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও’র সংখ্যা ১৭ লাখ ৪০ হাজার ৩৪৭টি। আর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৬ লাখ ১০ হাজার ৬২৯টি। এছাড়া কোম্পানিটির ১৩ হাজার ৫০৭টি।

এর এক মাস আগে ১ সেপ্টেম্বর বিনিয়োগকারীদের বিও হিসাব ছিলো ২২ লাখ ৮৬ হাজার ৩৫৪টি। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিওর সংখ্যা ছিল ১৬ লাখ ৭৯ হাজার ৮৫৬টি। আর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫ লাখ ৯৩ হাজার ১০৯টি। এছাড়া কোম্পানিটির ১৩ হাজার ৩৮৯টি।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।