বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অস্থির পুুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরির দাপট

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   273 বার পঠিত

অস্থির পুুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরির দাপট

গত সপ্তাহে লকডাউন আতঙ্কে অস্থির পুুঁজিবাজারেও দাপট দেখিয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার। গত সপ্তাহে সুচকের অস্বাভাবিক দর পতনে সামঞ্চস্যহীন ছিল লেনদেন। পুঁজিবাজারের এমন বৈরি পরিস্থিতির ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির তুলনায় লেনদেনে এগিয়ে ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার। ডিএসই’র সাপ্তাহিক বাজার লেনদেন থেকে এমন তথ্যই পাওয়া যায়।

জানা যায়, গত সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরিতে মোট লেনদেন হয়েছে ১২৭ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১০৬ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ২০ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা।

অথচ গত সপ্তাহে ‘এ‘ ক্যাটাগরিতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৮৫৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা। আগের সপ্তাহে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯৮ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার টাকার। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ২ হাজার ৬৪৪ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা।

এদিকে, গত সপ্তাহে ‘বি’ ক্যাটাগরিতে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৮ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। আগের সপ্তাহে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছিল এক হাজার ৮৬২ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার টাকার। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ৮৪৪ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া ‘এ’ ২৬৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২১টি, কমেছে ২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। ‘বি’ ক্যাটাগরির ৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫১টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির দর। ‘জেড’ ক্যাটাগরির ৩২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির দর।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ‘এ’ ক্যাটাগরির মোট ১৯ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৭৩২টি শেয়ার এক লাখ ৬০ হাজার ৪০২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৮১ কোটি ২৮ লাখ ৮৪ হাজার টাকা। এদিন ‘বি’ ক্যাটাগরির মোট ১৫ কোটি ১১ লাখ ২৪ হাজার ৯৯৭টি শেয়ার ৫২ হাজার ৪৯১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৬৮ কোটি ৪৫ লাখ ৯ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে ‘জেড’ ক্যাটাগরির মোট ২ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৫০৮টি শেয়ার ১১ হাজার ২৫০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩১ কোটি ৯৮ লাখ ৮৬ হাজার টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।