বৃহস্পতিবার ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিওর শেয়ার পেতে ২০ হাজার টাকার বিনিয়োগ থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   314 বার পঠিত

আইপিওর শেয়ার পেতে ২০ হাজার টাকার বিনিয়োগ থাকতে হবে

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পেতে হলে বিনিয়োগকারীদেরকে পুঁজিবাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। আজ রোববার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত কমিটির প্রথম সভায় এই দুইটিসহ বেশ কয়টি প্রস্তাব ও আইপিওর নানা দিক নিয়ে আলোচনা হয়।
বিএসইসির পরিচালক মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএসই(৩), সিএসই(৩) ও সিডিবিএলের(২) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইপিও প্রক্রিয়া সহজীকরণ ও ন্যূনতম বিনিয়োগ সম্পর্কিত বৈঠকে প্রস্তাব করা হয়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহে আসা কোনো কোম্পানির শেয়ার পেতে আবেদন করতে হলে পুঁজিবাজারে কমপক্ষে ২০ হাজার টাকার বিনিয়োগ থাকতে হবে।
বর্তমানে সাবসস্ক্রিপশনের পর লেনদেন শুরু হতে ২৫ দিনে নামিয়ে আনার সুপারিশ করা হয়। বর্তমানে ৪৫ দিন সময় লাগে। এটা পরিবর্তন করতে হবে।
সভায় সব আবেদনকারীর জন্য শেয়ার বরাদ্দে লটারি প্রথা বাতিলের বিষয়েও প্রস্তাব দেওয়ার পক্ষে মতামত দেওয়া হয়। তবে একটি নির্দিষ্ট পরিমাণ ফি নির্ধারণ করার প্রস্তাব এসেছে।
মোট আবেদনকারী অনুযায়ী শেয়ার বরাদ্দ দিয়ে বাকি টাকা বিও একাউন্টে ফেরত দেওয়া হবে। যেমন কোন কোম্পানি ১ কোটি শেয়ার বাজারে ছাড়লো, আবেদন করলো ৩০ লাখ। এক্ষেতে ১ কোটি শেয়ার ৩০ লাখ বিনিয়োগকারীর মধ্যে সম বণ্টন করা হবে। এক্ষেত্রে বিনিয়োগকারী যদি ৫ হাজার শেয়ারের জন্য আবেদন করেন তাহলে তিনি যে সংখ্যাক শেয়ার পাবেন সে পরিমাণ টাকা ব্রোকার হাউজ কেটে বাকিটা ফেরত দেবে।
এ বিষয়ে মনসুর রহমান জানান, আইপিও প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে আলোচনা করেছি। আমাদের সুপারিশে লট ব্যবস্থা বাতিল করে সবার জন্য শেয়ার বরাদ্দের ব্যবস্থা থাকছে।
এ পদ্ধতি চালু হলে একটি কোম্পানির আইপিওতে যতজন আবেদন করবেন, তাদের সবার মাঝে শেয়ার সমানভাবে বণ্টন করা হবে।
সভায় ইলেক্ট্রনিক সাবসক্রিপশন সিস্টেম হালনাগাদ, ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রযুক্তি উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৯:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।