বৃহস্পতিবার ২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমান কটনের প্রত্যেক পরিচালকের ৩ কোটি টাকা করে জরিমানা

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   140 বার পঠিত

আমান কটনের প্রত্যেক পরিচালকের ৩ কোটি টাকা করে জরিমানা

আইন লঙ্ঘন করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইবার্সের প্রত্যেক পরিচালককে ৩ কোটি টাকা করে জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে স্বতন্ত্র ও মনোনীত পরিচালকদের এ জরিমানা দিতে হবে না।

পাশাপাশি প্রতিষ্ঠানটির নিরীক্ষককেও জরিমানা করা হয়েছে। মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য দেওয়ায় নিরীক্ষক এটিএ খান অ্যান্ড কো.-কে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচারক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, আমান কটন ফাইবার্স সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় কমিশন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে প্রত্যেক পরিচালককে ৩ কোটি টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে ৭৩ কোটি টাকার স্থায়ী আমানতের লিয়েন বাতিল করে সাতদিনের মধ্যে কমিশনকে অবহিত করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, কমিশন ও বিনিয়োগকারীদের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় আমান কটন ফাইবার্সের নিরীক্ষক এটিএ খান অ্যান্ড কো.-কে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

যেসব অনিয়ম করেছে আমান কটন ফাইবার্স
>> প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ সঠিকভাবে ব্যবহার করেনি।
>> কোম্পানির আর্থিক চিত্র সঠিকভাবে উপস্থান করেনি।
>> বিশেষ নিরীক্ষককে সহযোগিতা করেনি।
>> যথাযথ নথি ছাড়াই স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে বড় অংকের অর্থ লেনদেন।

অন্যদিকে, কমিশন সভায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বাধীন পরিচারক নিয়োগের অনুমোদন আবেদনের জন্য আনলাইন প্ল্যাটফর্ম অনুমোদ করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে সব তালিকাভুক্ত কোম্পানিকে তাদের স্বাধীন পরিচালক নিয়োগের আবেদন এ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের জন্য কমিশনে দাখিল করতে হবে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।