নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 38 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে বোর্ড। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার গুলশান-১ এলাকার বেঙ্গল ইন-এ এ সভা আয়োজন করা হয়। এতে কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদ কর্তৃক শেয়ারহোল্ডারদের জন্য প্রস্তাবিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ারসহ সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. মাজহারুল কাদের। তিনি বলেন, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ ধারাবাহিক অগ্রগতি ও স্থিতিশীল প্রবৃদ্ধির পথে এগিয়ে চলেছে। এ সাফল্যের পেছনে শেয়ারহোল্ডারদের আস্থা, পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান তিনি। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা কোম্পানির বর্তমান পারফরম্যান্সে সন্তোষ প্রকাশের পাশাপাশি আগামী দিনে আরও টেকসই প্রবৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
Posted ৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra