রবিবার ৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে বেড়েছে সূচক ও লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ২৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   195 বার পঠিত

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে বেড়েছে সূচক ও লেনদেন

ঈদুল আজহার আগের কার্যদিবসের মতো পরের কার্যদিবস অর্থাৎ আজ রোববার (২৫ জুলাই) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ডিএসইএক্স সূচকটি ১৯.১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৪.২১ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.০৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩৯৩.৮৪ পয়েন্টে এবং দুই হাজার ৩৩৬.৪৭ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ টাকা। যা আগের কার্যদিবস থেকে ৯০ কোটি ২১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির বা ৩০.৯৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৭টির বা ৬৩.২০ শতাংশের এবং ২২টির বা ৫.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৩.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৬৭৩.২২ পয়েন্টে।

সিএসইতে আজ ৩০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির দর বেড়েছে, কমেছে ১৭৮টির আর ২২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।