রবিবার ৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্তরা সৌভাগ্যবান : স্পিকার

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   213 বার পঠিত

উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্তরা সৌভাগ্যবান : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা সৌভাগ্যবান, কেননা এখনো অনেকে এ সুযোগ থেকে বঞ্চিত।

বৃহস্পতিবার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠানে স্পিকার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় সার্বিক সফলতা কামনা করেন তিনি।

স্পিকার বলেন, আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের অল্প সুযোগ করে দিলেই মেধার বিকাশ ঘটাতে পারে এবং বিশ্বের যে কোনো প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। বিশ্বায়নের যুগে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সময়কে যথাযথ ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মান সম্পর্কিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ-উন্নত দেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাতে শিক্ষার্থীদের যথাযথ অবদান রাখার আহ্বান জানান স্পিকার।

শিরীন শারমিন বলেন, সমগ্র বিশ্ব করোনা মহামারির মধ্য দিয়ে অতিক্রম করলেও শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়। সব চ্যালেঞ্জ নতুন নতুন পথ উদ্ভাবনের মাধ্যমে উত্তরণ ঘটিয়ে কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা সচেষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে মহামারির মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। বিভিন্ন প্রণোদনার মাধ্যমে সব শ্রেণিপেশার মানুষের জীবিকা নির্বাহের ধারা স্বাভাবিক রাখতে তিনি দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে, যা ডিজিটাল বাংলাদেশে তথ্য-প্রযুক্তির ব্যাপ্তির কারণে সম্ভব হয়েছে।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ ফ ম মফিজুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দিন আহমেদ ও উপদেষ্টা আ ন ম মিশকাত উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।