শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্থানে ধারায় লেনদেন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জুন ২০২২   |   প্রিন্ট   |   113 বার পঠিত

উত্থানে ধারায় লেনদেন শেয়ারবাজারে

নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগের কারণে পতন থেকে বেড়িয়ে উত্থানের ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। আগের সপ্তাহে তুলনায় বিদায়ী সপ্তাহ (২৯ মে-২ জুন) শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং বাজার মূলধন। সপ্তাহটিতে বাজার মূলধন ১২ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১৩.৫৫ পয়েন্ট বা ৩.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৫১.৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪২.০১ পয়েন্ট বা ৩.০৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৮.৩০ পয়েন্ট বা ২.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৫.৭২ পয়েন্টে এবং দুই হাজার ৩৫৫.৬৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৫৬টির বা ৯১.৯৯ শতাংশের, কমেছে ২টির বা ৫.৬৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৯টির বা ২.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৯২৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৯৪১ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৫৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ১২০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮৭১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৮২১ টাকা বা ২৯ শতাংশ বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ০৮ হাজার ০০২ কোটি ৫০ লাখ ৯০ হাজার ০০২ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২০ হাজার ২৭৭ কোটি ২০ লাখ ৫৯ হাজার ৬২৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১২ হাজার ২৭৪ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ৬২৬ টাকা বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৮২ লাখ ৮৩ হাজার ১৬৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৫১ লাখ ৭২ হাজার ৭৫৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২৭ কোটি ৩১ লাখ ১০ হাজার ৪১০ টাকা বা ৩১ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১০.৫৩ পয়েন্ট বা ৩.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯১.৭৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৬২.৯৩ পয়েন্ট বা ৩.৩০ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪৩৭.২০ পয়েন্ট বা ৩.২৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩০.৩০ পয়েন্ট বা ২.২২ শতাংশ এবং সিএসআই ৩৭.৭০ পয়েন্ট বা ৩.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৩২৯.৫২ পয়েন্টে, ১৩ হাজার ৬৯৮.১৫ পয়েন্টে, এক হাজার ৩৯৬ পয়েন্টে এবং এক হাজার ২০২.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৯টির বা ৮৬.৪২ শতাংশের দর বেড়েছে, ৩৫টির বা ১০.১২ শতাংশের কমেছে এবং ১২টির বা ৩.৪৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।