শুক্রবার ৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্থানে শুরু সপ্তাহ

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ০৯ মে ২০২১   |   প্রিন্ট   |   233 বার পঠিত

উত্থানে শুরু সপ্তাহ

আগের কার্যদিবসের মতো আজ সপ্তাহের শুরুতেও উত্থান হয়েছে পুঁজিবাজারে। ফলে টানা চার কার্যদিবস উত্থানে রয়েছে পুঁজিবাজারে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিটি সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অঙ্কে কিছুটা কমলেও সাড়ে ১৩০০ কোটি টাকার লেনদেন হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৪৫.৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ৯.৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৮.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ২৬১.৪৯ পয়েন্ট এবং ২ হাজার ১৬৫.৯৯ পয়েন্টে।

আজ  ডিএসইতে ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩৪ কোটি ২৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৭৬টির বা ৪৮.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১২৬টির বা ৩৪.৫২ শতাংশের এবং বাকি ৬৩টির বা ১৭.২৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২২.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৩৩১.১৭ পয়েন্টে। সিএসইতে আজ ২৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির দর বেড়েছে, কমেছে ৯৬টির আর ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৩৫ অপরাহ্ণ | রবিবার, ০৯ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।