বৃহস্পতিবার ২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিন পরই বাড়ল সূচক

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   205 বার পঠিত

একদিন পরই বাড়ল সূচক

টানা আট কার্যদিবস সূচক বাড়ার পর রোববার দর সংশোধন হয় পুঁজিবাজারে । গতকাল দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ সেপ্টেম্বর) পুনরায় সূচক বেড়েছে পুঁজিবাজার।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়ার পাশাপাশি একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনট দর বেড়েছে। তবে টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় সাত হাজার ২১৮.০৫ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫৭৮.৮২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২.৯৫ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ ২ হাজার ৪০ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৬৭ কোটি ৮৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৯টির বা ৫০.৪০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৮.১৩ শতাংশের এবং ৪৩টির বা ১১.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৩১.১৬ পয়েন্টে।

সিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির দর বেড়েছে, কমেছে ১২৭টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।