মঙ্গলবার ৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ২০ জন

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ১৯ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   268 বার পঠিত

এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ২০ জন

রাজধানীতে গত একসপ্তাহে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১৩ জন হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন দুইজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যানুসারে সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত বেশিরভাগই বিজিবি সদস্য। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জনের ১১ জনই বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন। অবশিষ্ট দুজনের একজন সম্মিলিত সামরিক হাসপাতাল ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

গত এক সপ্তাহে (১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত) প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ জন, ১ জন, ৫ জন, ১ জন, ৪ জন, ২ জন ও ২ জন।

স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহামারি করোনা ভাইরাস সংক্রমণকালে ডেঙ্গুবাহী এডিস মশার প্রকোপ যেন বাড়তে না পারে সে লক্ষ্যে বিগত যে কোন সময়ের তুলনায় স্বাস্থ্য অধিদফতর ও দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা পরিকল্পিতভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু তারা বেশ কিছুদিন লক্ষ্য করেছেন ডেঙ্গু আক্রান্তদের প্রায় সকলেই বিজিবি হাসপাতালে ভর্তি।

নেপথ্যে কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা জানতে পারেন বিজিবি পিলখানার ভেতর অনেকেই বিশেষ করে সৈনিকরা হাফ প্যান্ট পরিধান করে দায়িত্ব পালন করেন। এছাড়া ভেতরে অসংখ্য গাছপালা ও ঝোপঝাড় থাকায় এগুলো পরিষ্কার করতে গিয়ে অনেকেই মশার কামড় খেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে বিজিবি সূত্র তাদের জানিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত চলতি বছর সর্বমোট ৩৯৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিল ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন ও ১৮ আগষ্ট পর্যন্ত ৪৪ জন ভর্তি হন। তবে হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে ইতোমধ্যেই ৩৭৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।