রবিবার ৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এপিআই ইউএটি চালুর জন্য ত্রিপাক্ষিক চুক্তি

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   238 বার পঠিত

এপিআই ইউএটি চালুর জন্য ত্রিপাক্ষিক চুক্তি

এপিআই ইউএটি চালুর জন্য সিটি ব্রোকারেজ লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং ডিরেক্ট এফএন লিমিটেড এর মধ্যে আজ বুধবার  ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, সিটি ব্রোকারেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মিসবাহ উদ্দিন আফান ইউসুফ এবং ডিরেক্টএফএন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়ালিদ আল-বাল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষেচুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান, সিটি ব্রোকারেজ লিমিটেড এর হেড অব রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট একেএম ফজলে রাব্বি, হেড অব ইনফরমেশন টেকনোলজি নজরুল ইসলাম, সিটি ব্রোকারেজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টের পরামর্শক নিজাম উদ্দিন আহমেহ এবং ডিরেক্টএফএন এর প্রতিনিধি আরমান আহমেদ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আল আমিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ পর্যন্ত ৫টি ব্রোকারেজ হাউজ ইতিমধ্যেই ডিএসইতে এপিআই ইউএটি চুক্তি সম্পন্ন করেছে। আরো কয়েকটি ব্রোকরেজ হাউজ এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে, বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) চালুর উদ্যোগ গ্রহণ করে।  এরই প্রেক্ষিতে ২৬টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করেছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।