মঙ্গলবার ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এস্কয়ার নিটিংয়ের আর্থিক প্রতিবেদন নিয়ে অডিটরের আপত্তি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   318 বার পঠিত

এস্কয়ার নিটিংয়ের আর্থিক প্রতিবেদন নিয়ে অডিটরের আপত্তি

পুঁজিবাজারভুক্ত টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান এস্কয়ার নিট কম্পোজিটের আর্থিক প্রতিবেদন নিয়ে আপত্তি তুলেছে নিরীক্ষক প্রতিষ্ঠান মাহফিল হক অ্যান্ড কোং। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এমনটা জানা গেছে।

ওয়েবসাইটে দেখা যায়, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য তৈরি করা আর্থিক প্রতিবেদনে উপস্থাপিত কয়েকটি বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পায়নি নিরীক্ষক প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে কোম্পানিতে শ্রমিকদের অংশগ্রহণ, মুনাফা ও শ্রমিক কল্যাণ তহবিল, রিলেটেড পার্টি ট্রান্সজেকশন এবং ইনভেন্টরি।

এতে নিরীক্ষক প্রতিষ্ঠানের পক্ষে বলা হয়, বার্ষিক প্রতিবেদনে কর্মচারী সুবিধা সম্পর্কিত নোট ৩.১৭-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এতে কোম্পানি পালন করেছে বলে জানানো হয়েছে। কিন্তু আমাদের পর্যবেক্ষণে শ্রম আইন ২০০৬-এর ধারা ২৩৪(১) ও (২) অনুযায়ী মুনাফায় শ্রমিকদের অংশগ্রহণ (ডবিøউপিপিএফ) ও কল্যাণ তহবিল গঠনের কোনো তথ্য-প্রমাণ পাইনি। এছাড়া রিলেটেড পার্টি ট্রান্সেকশনের ক্ষেত্রে পিনাক্যাল কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট লি., এস্কয়ার এক্সেসরিজ লি. এবং এস্কয়ার ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে বিপুল অঙ্কের টাকা লেনদেনের ঘটনা ঘটেছে। কিন্তু এসব বিষয় বস্তুগত হওয়ায় কোভিড-১৯ কারণে সরেজমিন যাচাই করা সম্ভব হয়নি। আবার ইনভেন্টরিস খাতে ৩০৯ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ৪৭৬ টাকার উপকরণ কেনা হয়েছে মহামারী চলাকালীন সে তথ্যও যাচাই করতে পারেনি বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৩০ অপরাহ্ণ | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।