রবিবার ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমিউনিটি ব্যাংক ও এজভারব সিস্টেমসে চুক্তি স্বাক্ষর

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ০৪ মে ২০১৯   |   প্রিন্ট   |   588 বার পঠিত

কমিউনিটি ব্যাংক ও এজভারব সিস্টেমসে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অঙ্গ-সংগঠন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশ্বখ্যাত ইনফোসিসের সহযোগী প্রতিষ্ঠান এজভারব সিস্টেমস লিমিটেডের সঙ্গে লাইসেন্সিং চুক্তি স্বাক্ষর করেছে।

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ড ভবনে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইটি কনসালট্যান্টস এবং বিবিএসএলের মধ্যে আরেকটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

ফিনাক্যাল বিশ্বের ১০০টির বেশি দেশে প্রায় ১.০৬ বিলিয়ন গ্রাহককে সেবা প্রদানের জন্য স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত হয়ে আসছে। ওপেন এপিআই এবং মডিউলার কাঠামোর এ সফটওয়্যার সম্প্রাসরণক্ষম, নির্ভরযোগ্য ও সুরক্ষিত বলে প্রশংসিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মসিউল হক চৌধুরী। এজভারব সিস্টেমসের সুকেতু ভারাতিয়া, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও ড. কাজী এস মুনির, বিবিএসএসএল’র প্রধান নির্বাহী অফিসার ইয়ানা এসএস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রধান অতিথির বক্তৃতায় জাবেদ পাটোয়ারী বলেন, আন্তর্জাতিক ব্যাংকিং পরিসেবা প্রদানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বদ্ধপরিকর। উন্নত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং সেবা প্রত্যন্ত অঞ্চলের জনগণের মাঝে পৌঁছে দেবে কমিউনিটি ব্যাংক।

তিনি আরও বলেন, কেন্দ্রীয়ভাবে বিশেষায়িত কোর ব্যাংকিং সফটওয়্যার গ্রাহক সেবা সম্প্রসারণ নিশ্চিত করবে।

অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, অ্যাডিশনাল আইজিপি (এফএন্ডডি) ড. মো. মইনুর রহমান চৌধুরী, রেলওয়ে রেঞ্জের অ্যাডিশনাল আইজিপি মো. মহসিন হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি (এএন্ডডি) হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের ডিন প্রফেসর শিবলী রুবাইত উল ইসলাম, ব্যাংকার ফজলে রশিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ মে ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।