সোমবার ৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে সূচক ও লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   92 বার পঠিত

কমেছে সূচক ও লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনভর সূচক ওঠামানা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৬ পয়েন্ট। সূচকের পাশাপাশি এদিন লেনদেনও কমেছে।
এর ফলে মঙ্গলবার উত্থানের পর বুধবার ও বৃহস্পতিবার দুইদিন দরপতন হলো।

ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাজারে ৩৭৯টি প্রতিষ্ঠানের ১৪ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ২৯৭টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৪০টির, অপরিবর্তিত রয়েছে ৭৫টির দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ১ দশমিক ৪৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৭ দশমিক ৫৬ পয়েন্ট।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৫৬ কোটি ৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার; যা আগের দিনের চেয়ে কিছুটা কম।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের শেয়ার। এরপর ছিল বিএসসি, বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ, ফরচুন সুজ, ইউনিয়ন ব্যাংক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

একই দিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৪১ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৮৩২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৩, অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ২০ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ৩৮০ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৪ কোটি ৮১ লাখ ৭ হাজার ৭৭৪ টাকার শেয়ার।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।