রবিবার ৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে সূচক বেড়েছে লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ২৬ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   179 বার পঠিত

কমেছে সূচক বেড়েছে লেনদেন

টানা ৯ কার্যদিবস উত্থানের পর আজ সোমবার দেশের উভয় পুঁজিবাজারের সূচক কমার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন প্রধান সূচকের পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৩৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪৮৫.৮৬ পয়েন্টে। তবে ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ৭.০৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১২৬২.৮০ পয়েন্টে এবং ২১২৫.৮৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬ কোটি ৮৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকার।

ডিএসইতে ৩৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০২টির বা ২৮.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৯১টির বা ৫৩.৮০ শতাংশের এবং বাকি ৬২টির বা ১৭.৪৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.৫০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫ হাজার ৮২৮.৮২ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, কমেছে ১৩৪টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।