বৃহস্পতিবার ২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায়ও সম্পদ বেড়েছে ২১ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ মে ২০২১   |   প্রিন্ট   |   554 বার পঠিত

করোনায়ও সম্পদ বেড়েছে ২১ ব্যাংকের

গত জানুয়ারী-মার্চ থেকে চলতি বছরের জানুয়ারী-মার্চ পর্যন্ত এক বছরে পুুঁজিবজারে তালিকভুক্ত ব্যাংকের মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের সম্পদ মূল্যে ঘাটতি বেড়েছে। সম্পদ মূল্য কমেছে মার্কেন্টাইল ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের, বেড়েছে ২১ ব্যাংকের। বর্ধিত সম্পদের মূল্য ৬ হাজার ৩৭৭ কোটি ৬২ লাখ ৬১ হাজার টাকা।

সম্পদ মূল্য বৃদ্ধির তালিকায় থাকা ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা, ইবিএল, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইএফআইসি, ইসলামী ব্যাংক, মিউচ্যয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি, এনআরবিসি, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক,শাহজালাল ইসলামী, এসআইবিএল, স্ট্যান্ডার্ড ও উত্তরা ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতিবিদরা বলছেন, করোনার কারণে অর্থনীতি বিপর্যস্ত। সংকটে ব্যাংক খাত। তাই বর্ধিত সম্পদ মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। সন্দেহ প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃক প্রকাশিত পুঁজিবজারে তালিকভুক্ত ব্যাংকের সম্পদসংক্রান্ত তথ্যের সত্যতা নিয়ে নিয়ে। শুধু সন্দেহই নয় তাদের অনেকে রীতিমত বর্ধিত সম্পদকে ভুল বা ভূয়া সম্পদ বলে দাবি করছেন।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকের সম্পদ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের তথ্যে স্বচ্ছতা নেই। শেয়ার মার্কেট লাভবান হওয়ার জন্য এ ধরনের তথ্য প্রকাশ করে। ব্যাংকগুলোর অবস্থা ভালো না। অনেক ব্যাংক ব্যয় সাশ্রয়ে কর্মী ছাটাই করে। কর্মীদের পদোন্নতি স্থগিত। বেতন বর্ধন সুবিধা দিতে পারছে না। ঋণ আদায় হচ্ছে না। তাই ঋণের পুন:তফসিল হচ্ছে। বিনিয়োগ না বাড়লেও আমানতের জন্য সুদ গুনছে। এ কারণে ব্যাংকের স্বাস্থ্য ভালো যাচ্ছে না, সংকুচিত হচ্ছে সম্পদ। বিপর্যস্ত অর্থনীতিতে পুূজিবাজারের সূচক বৃদ্ধি কারসাজি ছাড়া আর কিছুই নয়।

প্রতি ৩ মাস পরপর ব্যাংকগুলো আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১ টি ব্যাংকের মধ্যে ৭ টি ব্যাংক এখনও চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। প্রকাশিত ২৪টি ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের জানুয়ারী পর্যন্ত ২৩টি ব্যাংকের সম্পদের পরিমাণ ৬২ হাজার ৯০৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৪০৮ টাকা। গত বছর একই সময়ে এই সম্পদের মূল্য ছিল ৫৬ হাজার ৫২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৭২৭ টাকা। এক বছরে সম্পদ বেড়েছে ৬ হাজার ৩৭৭ কোটি ৬২ লাখ ৬১ হাজার ৬৮১ টাকা।

সম্পদের দিক দিয়ে এবারও বরাবরের মতো সবার ওপরে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির সম্পদের পরিমাণ ৬ হাজার ৩৩২ কোটি ৯ লাখ ৩২ হাজার ৯৭২ টাকা। গত বছরের মার্চ শেষে সম্পদ ছিল ৬ হাজার ৬ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৮২৩ টাকা। এক বছরে সম্পদ বেড়েছে ৩২৫ কোটি ২১ লাখ ২১ লাখ ৮১ হাজার ১৪৯ টাকা।

তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সম্পদের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ৪ হাজার ৮০৪ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা। গত বছরের মার্চ শেষে সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ১৬০ কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৫৭৬ টাকা। এক বছরে সম্পদ বেড়েছে ৬৪৪ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ৩৯৪ টাকা।

পূবালী ব্যাংক সম্পদ বিবেচনায় তৃতীয় স্থানে অবস্থান করছে পূবালী ব্যাংক। ব্যাংকটির সম্পদের পরিমাণ ৩ হাজার ৯৭৪ কোটি ৩৫ লাখ ৭১ হাজার ৫৬৪ টাকা। গত মার্চ শেষে সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৯৬১ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৫০৭ টাকা। এক বছরে সম্পদ বেড়েছে এক হাজার ১২ কোটি ৮৬ লাখ ৯৮ হাজার ৫৭ টাকা।

এবি ব্যাংকের সম্পদ বেড়েছে ৫০ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৫৭২ টাকা। গত বছরের মার্চ শেষে ব্যাংকটির সম্পদ ছিল ২ হাজার ৫২৫ কোটি ২ লাখ ৮৮ হাজার ২৭৯ টাকা। চলতি বছরের মার্চ শেষে তা ২ হাজার ৫৭৫ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৮৫১ টাকায় উন্নীত হয়।

ব্যাংক এশিয়ার বর্ধিত সম্পদের মূল্য ৭৩ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৩২২ টাকা। গত বছরের ৩১ মার্চ সম্পদ মূল্য ছিল ২ হাজার ৬০২ কোটি ৩০ লাখ ৪১ হাজার ১১৫ টাকা। চলতি বছরের ৩১ শে মার্চ ব্যাংকটির সম্পদ ২ হাজার ৬৭৫ কোটি ৭৫ লাখ ৬২ হাজার ৪৩৭ কোটি।

গত বছরের মার্চে সিটি ব্যাংকের সম্পদ মূল্য ছিল ৩ হাজার ৯৮ কোটি ৯ লাখ ৯০ হাজার ৫ টাকা। এ বছরের মার্চ শেষে তা ৩ হাজার ১৩৫ কোটি ৪৫ লাখ ১২ হাজার ১০৩ টাকা হয়। সম্পদ ১ বছরে ৩৭ কোটি ৩৫ লাখ ২২ হাজার ৯৭ টাকা বেড়েছে।

ডাচ্ বাংলা ব্যাংকের সম্পদ গত বছরের মার্চ শেষে ছিল ৩ হাজার ৭০৯ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকা। এ বছরের মার্চে তা ৩ হাজার ৮১৩ কোটি ৩৪ লাখ ২৫ হাজার টাকায় উঠে। এক বছরে বেড়েছে ১০৩ কোটি ৭৩ লাখ টাকা।

গত বছরের প্রথম প্রান্তিকে ইস্টার্ন ব্যাংকের সম্পদ মূল্য ছিল ২ হাজার ৬৪৫ কোটি ৪৩ লাখ ২৯ হাজার ৪৭ টাকা। এ বছরের প্রথম প্রান্তিকে সম্পদ মূল্য ৩ হাজার ৫৩ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৯৯৫ টাকা দাঁড়ায়। বেড়েছে ৩৬৮ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৯৪৭ টাকা।

এক্সিম ব্যাংকের সম্পদ ১ বছরে বেড়েছে ১৬১ কোটি ২২ লাখ ৫১ হাজার ৬৮ টাকা। ২০২০ সালের মার্চ শেষে সম্পদ মূল্য ২ হাজার ৯২৪ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৬১৮ টাকা। ২০২১ সালের মার্চ শেষে সম্পদ মূল্য ৩ হাজার ৬৫ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ৬৮৬ টাকা নির্ধারিত হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সম্পদ বেড়েছে ২২২ কোটি ৯৮ হাজার ৮৭৫ টাকা। গত বছরের মার্চ মাসে ব্যাংকটির সম্পদ ছিল এক হাজার ৬০৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৪৩০ টাকা। এ বছরের মার্চ শেষে সম্পদ মূল্য এক হাজার ৮২৫ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৩০৫ টাকা।

আইএফআইসি ব্যাংকের সম্পদ ১ বছরে বেড়েছে ১৩৯ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৫২৫ টাকা বেড়েছে। প্রতিষ্ঠানটির সম্পদ গত বছরের প্রথম প্রান্তিকে ছিল ২ হাজার ৭০৬ কোটি ৮০ লাখ ৯২ হাজার ৩৩৪ টাকা। চলতি বছরের একই প্রান্তিকে তা ২ হাজার ৮৪৬ কোটি ১১ লাখ ৮৩ হাজার ৮৬০ টাকা।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সম্পদ বেড়েছে ৭০ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ১২১ টাকা। ব্যাংকটির সম্পদ গত বছরের প্রথম প্রান্তিকে ছিল ১৭০১ কোটি ৭ লাখ ৪ হাজার ৫৮৬ টাকা। এ বছরের একই প্রান্তিকে সম্পদ এক হাজার ৭৭১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৭০৭ টাকা হয়।

এনসিসি ব্যাংকের সম্পদ বেড়েছে ২৯ কোটি ৩২ লাখ ৩৭ হাজার ২০৯ টাকা। গত বছরের মার্চ শেষে সম্পদ মূল্য ছিল ২ হাজার ৯৫ কোটি ২২ লাখ ৭১ হাজার ৫৫৪ টাকা। এ বছরের মার্চ শেষে তা ২ হাজার ১২৪ কোটি ৫৫ লাখ ৮ হাজার ৭৬৩ টাকায় উন্নীত হয়।

এনআরবিসি ব্যাংকের সম্পদ বেড়েছে এক হাজার ১২৭৮ কোট ৫ লাখ ৮০ হাজার ৯৩৬ টাকা। গত বছরের মার্চ শেষে সম্পদ ছিল ৯৮৩ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৮৭২ টাকার। চলতি বছরের মার্চ শেষে তা এক হাজার ১১১ কোটি ৩৮ লাখ ১৮ হাজার ৯০৮ টাকা দাঁড়য়।

ওয়ান ব্যাংকের সম্পদ ৭৪ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৯৮০ টাকা বেড়েছে। গত বছরের মার্চ শেষে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল এক হাজার ৭০৯ কোটি ৬০ লাখ ৩৯ হাজার ৮০ টাকা। এ বছরের মার্চ শেষে তা এক হাজার ৭৮৩ কোটি ৯৭ লাখ ৩০ হাজার ৬০ টাকায় দাঁড়ায়।

প্রিমিয়ার ব্যাংকের সম্পদ ১৭৬ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৫২৮ টাকা বেড়েছে। গত বছর মার্চ শেষে ব্যাংকটির সম্পদ মূল্য ছিল ২ হাজার ৭৮ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার ৫৮৯ টাকা। এ বছরের মার্চে তা ২ হাজার ২৫৫ কোটি ১১ লাখ ৮৯ হাজার ১১৭ টাকায় দাঁড়ায়।

প্রাইম ব্যাংকের সম্পদ বেড়েছে ১৪০ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৫১১ টাকা। গত বছরের মার্চ শেষে ব্যাংকটির সম্পদ মূল্য ছিল ২৮৪৩ কোটি ১৬ লাখ ৩৮ হাজার ১০৭ টাকা। এ বছরের মার্চে তা ২৯৮৩ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ৬১৮ টাকা দাঁড়ায়।

শাহজালাল ইসলামী ব্যাংকের সম্পদ ৮৫ কোটি ৪১ লাখ ৫০ হাজার ৪৭০ টাকা বেড়েছে। বিগত বছরের মার্চ শেষে এই ব্যাংকের সম্পদ মূল্য ছিল এক হাজার ৭৯৬ কোটি ৮০ লাখ ৩২ হাজার ৭৮১ টাকা। এ চলতি বছরের একই সময়ে তা এক হাজার ৮৮২ কোটি ২১ লাখ ৮৩ হাজার ২৫২ টাকা।

সোস্যাল ইসলামী ব্যাংকের সম্পদ বেড়েছে ২৩৫ কোটি ৪৪ লাখ ১১৪৪ টাকা। গত বছরের মার্চ শেষে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল এক হাজার ৬০৪ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ১৩৪ টাকা। এ বছরের মার্চ শেষে তা এক হাজার ৮৪০ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ২৭৮ টাকায় উন্নীত হয়।

স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্পদ ৮০ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৬৩০ টাকা বেড়েছে। গত মার্চ শেষে ব্যাংকটির সম্পদ মূল্য ছিল এক হাজার ৬৬৪ কোটি ৯১ লাখ ৪৭ হাজার ৫৪১ টাকা। এ বছরের মার্চ শেষে সম্পদ মূল্য এক হাজার ৭৪৫ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ১৭১ টাকা দাঁড়ায়।

উত্তরা ব্যাংকের সম্পদ বেড়েছে ১৪৯ কোটি ৭ লাখ ৬৪ হাজার ১৪৫ টাকা। গত বছরের মার্চ শেষে এ ব্যাংকের সম্পদ মূল্য ছিল এক হাজার ৬৩৩ কোটি ৮১ লাখ ৭২ হাজার ৭১৪ টাকা। এ বছরের মার্চ শেষে সম্পদ মূল্য এক হাজার ৭৮২ কোটি ৮৯ লাখ ৩৬ হাজার ৮৬০ টাকা।

সম্পদ মূল্য কমেছে মার্কেন্টাইল ব্যাংকের। গত বছরের মার্চ শেষে মার্কেন্টাইল ব্যাংকের সম্পদ ছিল ২ হাজার ৫০৩ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৫৮৮ টাকার। চলতি বছরের মার্চ শেষে সম্পদ সম্পদ হ্রাস পেয়ে ২ হাজার ৩৯৮ কোটি ৯ লাখ ৬৭ হাজার ২১৯ টাকায় নেমে এসেছে। ব্যাংকটির ১০৫ কোটি ৩৮ লাখ ৮১ হাজার ৩৬৮ টাকার সম্পদ কমেছে।

সম্পদ আরও বেশী কমেছে সাউথইস্ট ব্যাংকের। ১ বছরে ব্যাংকটির সম্পদ কমেছে ১২২ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৭৩৭ টাকা। গত বছরের মার্চ শেষে ব্যাংকটির সম্পদ ছিল ৩ হাজার ২৪৩ কোটি ৪২ লাখ ৯৭ হাজজার ৪৪০ টাকা। এ বছরের মার্চ শেষে সম্পদ ৩ হাজাার ১২০ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৭০২ টাকায় অবস্থান করছে।

এখনো সম্পদ ঘাটতি পূরণ করতে পারেনি আইসিবি ইসলামিক ব্যাংক। বরং ঘাটতি বাড়ছে। ২০২০ সালের ৩১শে মার্চ পর্যন্ত ব্যাংকটির সম্পদ মূল্যে ঘাটতি ছিল এক হাজার ১৪৩ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৫৬০ টাকা। চলতি বছরের মার্চ পর্যন্ত ঘাটতি পর্যন্ত ঘাটতি আরও ৩২৫ কোটি ৭০ লাখ ৪ হাজার ১২৭ টাকা বেড়ে এক হাজার ১৭৫ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৬৮৭ টাকা হয়েছে।

 

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:২২ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।