শনিবার ১১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত ডিএসইর এমডিসহ চার কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   287 বার পঠিত

করোনায় আক্রান্ত ডিএসইর এমডিসহ চার কর্মকর্তা

করোনায় আক্রান্ত হয়েছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারী। এ ছাড়াও প্রতিষ্ঠানটির আইটি বিভাগের দুই এবং লিস্টিং বিভাগের একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, এমডি ও তিন কর্মকর্তাসহ ডিএসইতে ৩৬১ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে এখন পর্যন্ত ৩৪ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। দুজন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনায় প্রতিষ্ঠানটির কেউই মারা যাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, করোনার প্রকোপ বৃদ্ধির কারণে তাদের মধ্যে নতুন করে ভয়-ভীতি কাজ করছে। তারা বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছি। কিন্তু দেশব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় নতুন করে ভয় পাচ্ছি।

ডিএসইর পাশাপাশি দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে করোনার প্রকোপ কমাতে সোমবার (৫ এপ্রিল) থেকে সাতদিনের বিধিনিষেধ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেক ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে যথাযথভাবে পরিপালনের জন্য।

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে পুঁজিবাজারে লেনদেনের সময় কমেছে। এতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের অফিসের কর্মঘণ্টা কমেছে। লেনদেন হচ্ছে মাত্র ২ ঘন্টা। কর্মকর্তাদের বাসায় বসে অফিস করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর বিনিয়োগকারীদের মোবাইল ফোন, মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।