শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কর্মহীনদের জরুরি অর্থ সহায়তার মেয়াদ বাড়ালো কানাডা

বিবিএনিউজ.নেট   |   শুক্রবার, ২১ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   204 বার পঠিত

কর্মহীনদের জরুরি অর্থ সহায়তার মেয়াদ বাড়ালো কানাডা

মহামারি করোনার কারণে কর্মহীন মানুষদের জন্য যে জরুরি নগদ অর্থ সহায়তা দিয়ে আসছিল কানাডা তার মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে। এবং বিশেষ এই সুবিধার মেয়াদ শেষ হলে দেশটির বেকার ভাতা প্রাপ্তি সংক্রান্ত বিধিনিষেধগুলো প্রত্যহার করা হবে, যাতে এসব মানুষ বেকার ভাতা পেতে পারেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার শুক্রবারের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, কানাডা সরকারের কর্মকর্তারা এ প্রসঙ্গে জানিয়েছেন, নগদ অর্থ সহায়তায় সরকারের নেওয়া নতুন এই পদক্ষেপের কারণে এক বছরের মধ্যে ৩৭ বিলিয়ন কানাডিয়ান ডলার বা ২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে।

করোনা প্রাদুর্ভাবের পর জরুরি অর্থ সহায়তার অংশ হিসেবে প্রায় ৪৫ লাখ কানাডিয়ান কিংবা দেশটির মোট জনসংখ্যার ১২ শতাংশকে প্রতি মাসে ২ হাজার মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৭০ হাজার টাকা প্রায়) এই আর্থিক সুবিধা দিচ্ছে সরকার। এখন এর মেয়াদ আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

আগামী সেপ্টেম্বরে জরুরি নগদ অর্থ সহায়তার মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট যারা দাবি করবেন তাদেরকে দেশের বেকারত্ব সংক্রান্ত আর্থিক সহায়তা কর্মসূচিতে তালিকাভূক্ত করা হবে। সদ্যনিয়োগ পাওয়া দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী কারলা কোয়ালট্রো এই ঘোষণা দেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।