বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গার্ডিয়ান লাইফের ‘অ্যাকচুয়ারি পেশার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  |   বুধবার, ১২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   116 বার পঠিত

গার্ডিয়ান লাইফের ‘অ্যাকচুয়ারি পেশার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব অর্থনীতির এই অনিশ্চিত সময়ে ব্যবসার আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একজন দক্ষ অ্যাকচুয়ারি রাখতে পারেন বিশেষ অবদান।

অ্যাকচুয়ারিগণ সাধারণত গণিত, ফাইন্যান্স এবং পরিসংখ্যানের জ্ঞান প্রয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠানদের আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রন করতে সহায়তা করে থাকেন। বিশ্বব্যপি তারা ইন্স্যুরেন্স, কর্পোরেট ফাইন্যান্স এবং ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তবে বিশ্বের শীর্ষ ১০টি সর্বোচ্চ বেতনপ্রাপ্ত পেশার একটি হওয়া সত্ত্বেও, বাংলাদেশে অ্যাকচুয়ারি পেশাটি আজও পাদপ্রদীপের নিচেই রয়ে গেছে।

সম্প্রতি, গার্ডিয়ান লাইফ এর পুলিশ প্লাজা কনকর্ড এর প্রধান কার্যালয়ে ‘অ্যাকচুয়ারি পেশার সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন ড. মো. সোহরাব উদ্দিন, বাংলাদেশের অ্যাকচুয়ারি পেশার একজন অগ্রদূত এবং অস্ট্রেলিয়া-ভিত্তিক প্রমিতি কনসালটিং এর ব্যবস্থাপনা পরিচালক মিস রুম্মানা চৌধুরী-যিনি বাংলাদেশী বংশোদ্ভূত নারী অ্যাকচুয়ারিদের পথিকৃৎ। সম্মানিত অতিথিরা তাদের বক্তব্যে তাদের কর্মজীবন, অ্যাকচুয়ারি পেশার বৈশ্বিক সম্ভাবনা এবং বাংলাদেশে এই পেশার উন্নতির ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করেন।

সেমিনারটি পরিচালনা করেন গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ। তিনি তার বক্তব্যে বলেন, গার্ডিয়ান লাইফ বাংলাদেশে অ্যাকচুয়ারি পেশার উৎকর্ষ সাধনে সদা সচেষ্ট। উল্লেখ্য, গার্ডিয়ান লাইফ দেশের হাতেগোনা কয়েকটি বীমা

প্রতিষ্ঠানের মধ্যে একটি যাদের একটি যথাযথ অ্যাকচুয়ারি ডিপার্টমের্ন্ট রয়েছে। গার্ডিয়ান লাইফ খুব শীঘ্রই একটি অভিনব অ্যাকচুয়ারিয়াল বৃত্তি কার্যক্রম নিয়ে আসছে যা শিক্ষার্থীদের অ্যাকচুয়ারি পরার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে।

গার্ডিয়ান লাইফের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১২ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।