রবিবার ৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা উত্থানে পুঁজিবাজার

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   211 বার পঠিত

টানা উত্থানে পুঁজিবাজার

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিনিষেধ শুরুর পর থেকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার।

টানা উত্থানের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও ঊর্ধ্বমুখী ছিল পুঁজিবাজার।

আজ উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন।

আজ  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৫.০৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ৩.৯০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৭.৩৯ পয়েন্টে এবং ২০৮৭.৫৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৮৮৩ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৬ কোটি ৬২ লাখ টাকা বেশি। আগের দিনি লেনদেন হয়েছিল ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার।
ডিএসইতে  ৩৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪৩টির বা ৪০.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৩৫টির বা ৩৮.১৩ শতাংশের এবং বাকি ৭৬টির বা ২১.৪৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২৩.৬০ পয়েন্টে। সিএসইতে আজ ২৪৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০২টির দর বেড়েছে, কমেছে ৯৫টির আর ৫১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।