বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেলিস্কোপে শনি গ্রহ দেখাচ্ছে বিজ্ঞান জাদুঘর

  |   শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   344 বার পঠিত

টেলিস্কোপে শনি গ্রহ দেখাচ্ছে বিজ্ঞান জাদুঘর

শনি গ্রহ ও তার চার উপগ্রহ পৃথিবীর কাছাকাছি এসেছে। টেলিস্কোপের মাধ্যমে তা দেখাও যাচ্ছে স্পষ্ট। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বিশেষ আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটি মহাকাশ পর্যবেক্ষণের অত্যাধুনিক টেলিস্কোপ বসিয়ে মানুষকে শনি ও তার চার উপগ্রহ দেখার সুযোগ করে দিয়েছে।

নভেম্বর মাসের প্রতি শুক্র ও শনিবার টেলিস্কোপের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে শিশুদের শনি গ্রহ দেখাচ্ছে বিজ্ঞান জাদুঘর। আজ শুক্রবারও দেখানো হয়েছে। সূর্যাস্তের পর প্রায় ১ ঘণ্টা গ্রহ দেখানো হয়। এ সময় আড়াইশোর বেশি মানুষ উপস্থিত হয় বিজ্ঞান জাদুঘরে।

এ বিষয়ে বিজ্ঞান জাদুঘরের লাইব্রেরিয়ান ও ডকুমেন্টেশন অফিসার মো. কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আকাশে একেক সময় একটা জিনিস আসে। শনি গ্রহ ও শনির চারটি উপগ্রহ এখন টেলিস্কোপের মাধ্যমে দেখা যাচ্ছে। এজন্য বিশেষভাবে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি।’

তিনি বলেন, ‘মহাকাশ পর্যবেক্ষণের এই ব্যবস্থা নভেম্বর মাসের প্রতি শুক্র ও শনিবার দেখানো হচ্ছে। আগামীকাল শনিবারও চলবে। এ মাসের পরের শুক্র ও শনিবারও দেখানো হবে। আজ আড়াইশো থেকে তিনশোর মতো মানুষ শনি ও তার চার উপগ্রহ দেখতে এসেছিলেন। সূর্য ডুবার পর এক ঘণ্টা এই গ্রহ দেখানো হয়।’

এ বিষয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, শিক্ষার্থীদের ফ্ল্যাটের বন্দিজীবন থেকে বের করে এবং মোবাইল ও ইন্টারনেটের নেশা থেকে মুক্ত করে সৌরজগত-বান্ধব বিজ্ঞানমুখী চেতনা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মানুষের নিষ্কলুষ বিনোদন এবং জ্ঞানচর্চার উৎকর্ষ কেন্দ্র হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।’

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।