শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ট্রেনের নিচে ঝাঁপ স্বর্ণপদকপ্রাপ্ত ট্রেনচালকের

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   359 বার পঠিত

ট্রেনের নিচে ঝাঁপ স্বর্ণপদকপ্রাপ্ত ট্রেনচালকের

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের ওপর থেকে আবদুল লতিফ (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক ট্রেনচালকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী বলছে, জমিসংক্রান্ত বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে তিনি ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। গত সোমবার রাতে পাকশী রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। আবদুল লতিফ রেলওয়ের স্বর্ণপদকপ্রাপ্ত চালক (এলএম) ছিলেন।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে পাকশী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে রেললাইনে ঈশ্বরদী-খুলনা রুটের চিলাহাটি থেকে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের নিচে ঝাঁপ দেন আবদুল লতিফ। এতে শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আবদুল লতিফ ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের প্রয়াত কোরবান আলীর ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমিসংক্রান্ত বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমানের জেরে আত্মহত্যা করেন আবদুল লতিফ।

পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বলেন, ‘পরিবারের ওপর অভিমান করেই অবসরপ্রাপ্ত ট্রেনচালক আবদুল লতিফ আত্মহত্যা করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’ এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।