মঙ্গলবার ৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

  |   রবিবার, ২১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   22 বার পঠিত

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

আজ ১৮ এপ্রিল দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। পরবর্তীতে কিছুক্ষণ পর সুচকের তীর একটানা নিচের দিকে নেমে যায়। এরপর আবারও সূচকের তীর উপরের দিকে উঠে যায়। কিন্তু সেলা সাড়ে ১১টার পর সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে যায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩২.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫৩.৭১ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৮.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮২.৪৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ২৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৪ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৪৭৪ টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ৪৭৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ এপ্রিল ডিএসইতে ১৭ কোটি ২৬ লাখ ১২ হাজার ৬২৮ টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ৪৪২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২২ কোটি ৫১ লাখ ০৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৪ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৩ শতাংশ বা ১১৯.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ১২৫.০৩ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ২৩ লাখ ৯৪ হাজার ৮০ টাকা।

 

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:২৭ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।