নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 13 বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এএফসি এগ্রো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৮ বারে ২ লাখ ১৯ হাজার ৯৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফেমিলিটেক্স বিডির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৭ বারে ১০ লাখ ৮৪ হাজার ৩০০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৩ বারে ৬ লাখ ২৮ হাজার ৭১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- খান ব্রাদার্সের ৮.০৬ শতাংশ, আরএসআরএম স্টিলের ৭.৮১ শতাংশ, বিডি থাই ফুডসের ৭.৪৮ শতাংশ, পিপলস লিজিংয়ের ৭.০২ শতাংশ, ফরচুন সুজের ৬.৮৫ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৬.২৫ শতাংশ ও জুট স্পিনার্সের ৫.৮৭ শতাংশ শেয়ার দর কমেছে।
Posted ৭:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra