| বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 21 বার পঠিত
আজও ১৭ অক্টোবর ধারাবাহিক দরপতন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন লেনদেনের প্রথম দুই ঘন্টা স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর ১২টার পর একটানা সূচকের পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৯ শতাংশ বা ৫৮.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫৭.৯৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৪.১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩০.৩৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ২৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৯৪ লাখ ৬২ হাজার ৬৫৯ টি শেয়ার ১ লাখ ১২ হাজার ৬৯১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৮৯ লাখ ০৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৪৯.৭৫ পয়েন্ট কমে অবস্থান কররেছে ৫ হাজার ৩১৬.২১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮২.৮৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৪৭.৯৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৩ টির, কমেছে ৩০০ টির এবং অপরিবর্তিত রয় ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৪১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
গত কার্যদিবসে ডিএসইতে ১১ কোটি ১৫ লাখ ৮১ হাজার ৬৮৯ টি শেয়ার ১ লাখ ৮ হাজার ৪১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৯৬ কোটি ৩৪ লাখ ১৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০০ শতাংশ বা ১৫০.৮৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৮২১.৪৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৭০৮ টাকা।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan