নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 56 বার পঠিত
নন-লাইফ বীমা খাত নিয়ে বৈঠক ডেকেছে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)। বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর ৩৬ দিলকুশাস্থ পিপলস ইন্স্যুরেন্স ভবনে (লেভেল-৩) এই বৈঠক আয়োজন করা হয়েছে।
ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে দেশের সকল নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা অংশ নিবেন।
বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- ফোরামের বিগত বৈঠকের সিদ্ধান্তের আলোকে নন-লাইফ বীমার একটি উপ-কমিটি গঠন করা; নন-লাইফ বীমার এজেন্ট কমিশনের উপর আলোচনা এবং বিবিধ। সোমবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
Posted ২:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy