শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   221 বার পঠিত

নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। গতকাল পুঁজিবাজারের প্রধান সূচকের পাশাপাশি কমেছে টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৭.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০.৭০ পয়েন্ট এবং সিডিএসইটি ৪.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২০৯৯.৯৮ পয়েন্টে এবং ১১৭৫.৭৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ২.২৮ পয়েন্ট বেড়েছে।

গতকাল ডিএসই ৮০১ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৫৪ কোটি ৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির বা ১৬.২৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৩টির বা ৫৪.৯৯ শতাংশের এবং ১০১টির বা ২৮.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৪.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৮৯.৫০ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির দর বেড়েছে, কমেছে ৮৩টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।