মঙ্গলবার ৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক এক পরিচালকের করা মামলার প্রেক্ষিতে

পূবালী ব্যাংকের পর্ষদকে অবৈধ ঘোষণা করেছে হাইকোট

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   292 বার পঠিত

পূবালী ব্যাংকের পর্ষদকে অবৈধ ঘোষণা করেছে হাইকোট

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের সর্বশেষ বার্ষিক সাধারণ সভার (এজিএম)কার্যক্রমকে ব্যাংকটির সদ্য সাবেক এক পরিচালকের করা মামলার প্রেক্ষিতে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) আদালত এই রায় দিয়েছেন।

গত ৩০ জুলাই পূবালী ব্যাংকটির ৩৭তম এজিএম অনুষ্ঠিত হয়।এজিএমের কার্যক্রম অবৈধ ঘোষণা করায় ওই এজিএমে গঠিত নতুন পরিচালনা পর্ষদও অবৈধ হয়ে পড়েছে। এক আদেশে আদালত আদেশের কপি হাতে পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের জন্য নতুন করে বার্ষিক সাধারণ সভা আয়োজন করার নির্দেশ দিয়েছেন।

তবে ব্যাংক কর্তৃপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

আদালতের আদেশে বলা হয়েছে,আবার এজিএম আয়োজনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠন না করা পর্যন্ত ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ দায়িত্ব পালন করবে।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।অন্যদিকে ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট রমজান আলী শিকদার,ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান,আইনজীবী জাকির চৌধুরী ও কারিশমা জাহান।

জানা গেছে, পূবালী ব্যাংকের উপদেষ্টা আহমেদ শফি চৌধুরীর দুই ছেলে বর্তমানে পর্ষদে রয়েছেন। ৩৭তম এজিএমে পর্ষদ নির্বাচনে আরিফ আহমেদ চৌধুরী বাদ পড়েন। এতে ক্ষুব্ধ হয়ে আহমেদ শফি চৌধুরী অনলাইন ভোটে অনিয়মের অভিযোগ আনেন।তার ভিত্তিতেই আরিফ আহমেদ চৌধুরী উচ্চআদালতে রিট করলে গতকাল আদালত ওই এজিএমের কার্যক্রম ও নতুন পর্ষদকে অবৈধ ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পূবালী ব্যাংকের নতুন পর্ষদের একজন সদস্য জানিয়েছেন,তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।