বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির সমালোচনা, বিচারককে ১ রুপি জরিমানা

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ৩১ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   188 বার পঠিত

প্রধান বিচারপতির সমালোচনা, বিচারককে ১ রুপি জরিমানা

ভারতের প্রধান বিচারপতি এসএ ববদে এবং দেশটির সুপ্রিম কোর্টকে নিয়ে সমালোচনা করা আইনজীবী এবং সমাজকর্মী প্রশান্ত ভূষণকে এক রুপি জরিমানা করা হয়েছে। সোমবার সর্বোচ্চ আদালত এই রায় ঘোষণা করেছে।

ওই রায় অনুযায়ী, প্রশান্ত ভূষণ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে না পারলে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হতে পারে অথবা তিন বছরের জন্য আইনজীবী হিসেবে তিনি কোনও মামলায় অংশগ্রহণ করতে পারবেন না।

প্রধান বিচারপতি এবং দেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করায় তাকে জরিমানা করা হয়েছে। প্রধান বিচারপতি এবং সর্বোচ্চ আদালতের সমালোচনা করে সম্প্রতি টুইট করেছিলেন এই বিচারক।

ওই টুইট বার্তাকে কেন্দ্র করে গত ১৪ আগস্ট প্রশান্ত ভূষণকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে শীর্ষ আদালত। ২১ তারিখ তার শাস্তি ঘোষণার কথা থাকলেও ২০ আগস্ট তাকে ক্ষমা চাওয়ার জন্য সময় দেওয়া হয়।

কিন্তু তিনি তার করা টুইটের জন্য ক্ষমা চাইতে রাজি হননি। তিনি বলেছেন, আদালত যে শাস্তি দেবে তা তিনি মাথা পেতে নেবেন। সোমবার সু্প্রিম কোর্টের তিন বিচারপতির একটি বেঞ্চ ওই মামলার রায় দিয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৫২ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।