রবিবার ৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সামিট আজ

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ২৫ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   291 বার পঠিত

বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সামিট আজ

সামাজিক উদ্ভাবনের নানান দিক নিয়ে প্রতিবছর বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম আয়োজন করে ডিজিটাল ইনোভেশন সামিট। এবার মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজনের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সামিট ২০২০।

বাংলাদেশ সরকারের ‌‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের সহায়ক ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, দারিদ্র্য বিমোচন, উপযুক্ত কর্মসংস্থান, টেকসই আবাসন সমাধান, সামাজিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশের বিদ্যমান সম্পদের উপযুক্ত ব্যবহার ও উন্নত রাষ্ট্রের ন্যায় শিক্ষাব্যবস্থার উন্নতির অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ ডিজিটাল সোসাল ইনোভেশন ফোরাম এবং সহ-আয়োজক হিসেবে এক্সিলেন্স বাংলাদেশ ও আবুল বাশার ফাউন্ডেশন দ্বিতীয়বারের মতো অনলাইনে আয়োজন করতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সামিট সরাসরি-২০২০’।

আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হবেন –
১. আকতার উদ্দিন ( হেড অব ইউ.এন.ভি বাংলাদেশ),
২. মোহাম্মাদ আরিফুজ্জামান (ব্যবস্থাপনা পরিচালক ও সিইও – রিয়েল ক্যাপিটা গ্রুপ)
৩. রুদমিলা নওশিন (প্রতিষ্ঠাতা ও সিইও অফ কনফিগার রবট, পরিচালক র‌্যাঙ্গস গ্রুপ)
৪. সানি সানওয়ার ( সুপারিনটেন্ড অব পুলিশ – অ্যান্টি টেরোরিজম ইউনিট)
৫. জাভেদ পারভেজ ( ভাইস প্রেসিডেন্ট রবি)
৬. গোলাম সামদানি ডন (সিআইও ডন সামদানি ফেসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি)
৭. ইমরান কাদির- ( সহপ্রতিষ্ঠাতা মিশন সেইভ বাংলাদেশ, প্রেসিডেন্ট অব জেসিআই দক্ষিণ ঢাকা।
৮. নাসিমা আক্তার নিশা- (সভাপতি- উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম)
৯. নজর এ জিলানী- (সিইও অব সার্পনার)
১০. আরিফ নিজামী- (প্রতিষ্ঠাতা ও সিইও অব প্রিনিয়ার ল্যাব)
১১. কাজি হাসান রবিন- ( প্রতিষ্ঠাতা ওয়াই.ই.এফ গ্লোবাল, প্রফেসর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ)
১২. নাহিদ হাসান- (প্রতিষ্ঠাতা বিযকপ, হেড অব পেওনিয়র বাংলাদেশ
১৩. নুসরাত আখতার লোপা – ( প্রতিষ্ঠাতা হুর নসরাত)
১৪. মান্জুর আহমেদ সোহান- ( উপ-ব্যবস্থাপনা পরিচালক, রিয়ের ক্যাপিটা গ্রুপ)
১৫. নাসির উদ্দিন পাটোয়ারী- (সম্পাদক ও প্রকাশক, বার্তা বাজার)
১৬. নাফিসা খান- ( একজন বাংলাদেশ )
১৭. পারভেজ হোসেন – ( প্রতিষ্ঠাতা, সহমর্মিতা ফাউন্ডেশন)
১৮. বেনজীর আবরার- ( প্রতিষ্ঠাতা, এক্সিলেন্স বাংলাদেশ)

আয়োজনের মূল উদ্যোক্তা সামিটের প্রধান সমন্বয়ক আলী আকবর আশা বলেন, সামাজিক উদ্ভাবন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় মানুষ এবং ডিজিটাল প্রযুক্তিকে একত্রিত করে ডিজিটাল স্যোশাল ইনোভেশন। বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থান থেকে শুরু করে গনতান্ত্রিক অংশগ্রহণ, মাইগ্রেশন এবং পরিবেশের বিভিন্ন ক্ষেত্র গুলোতে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় হাজার হাজার মানুষ, বিভিন্ন প্রকল্প এবং সামাজিক সংস্থা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে আর মানুষ এবং প্রযুক্তির যৌথ প্রয়াসকে একটি প্ল্যাটফর্মের আওতায় একত্রিত করাকে ডিজিটাল স্যোশাল ইনোভেশন হিসেবে অবহিত করা হয়। আর এ ব্যাপারে সঠিক দিক-নির্দেশনা প্রদান ও কার্যকরি পদক্ষেপ গ্রহণে বিশেষ ভূমিকা পালন করে ডিজিটাল স্যোশাল ইনোভেশন সামিট। বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরাম জাতিসংঘের টেকসই উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে সরকারের সহায়ক হিসেবে কাজ করে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।