বৃহস্পতিবার ২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণিল সাজে সেজেছে রাজধানী

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   314 বার পঠিত

বর্ণিল সাজে সেজেছে রাজধানী

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। মঙ্গলবার সন্ধ্যা নামতেই দেখা যায়, ঢাকার সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি ভবন সজ্জিত হয়েছে লাল-সবুজের আলোয়। তার সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেও বর্ণিল সাজে সাজানো হয়েছে।

রক্ত দিয়ে কেনা এই বিজয়কে বরণ করে নিতেই নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা। জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মূল ভবন ও হাইকোর্ট ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা মোড়ানো হয়েছে লাল সবুজের চাদরে।

কেবল সরকারি স্থাপনাই নয়, ব্যক্তিগত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও শামিল হয়েছে এ আলোর উদযাপনে। শুধু লাল সবুজই নয়, উৎসবের এ নগরে ছোঁয়া লেগেছে নীল, হলুদ বা সাদারও। আলোক সজ্জার মধ্য দিয়েই আবার কোথাও তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ আর প্রিয় স্বাধীনতাকে।

সন্ধ্যার পর থেকেই রাজধানী ঢাকা মহানগরী রঙিন হয়ে উঠেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোসহ ব্যাংক-বীমা সরকারি দফতর থেকে শুরু করে বিভিন্ন অভিজাত হোটেল, নগরের অলিগলিতে অবস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয় বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রাস্তার দু’পাশ ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বিদ্যুৎ-বাল্বের বাহারি রঙের আলোর ঝলকানি।

মহান দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে আলোকসজ্জায় সজ্জিত করা হয় রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থাপনা। এজন্যই রাজধানী ঢাকা এখন রূপ নিয়েছে আলোর নগরীতে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৯:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।