রবিবার ১৬ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বিডি ফাইন্যান্স ও বাংলা ট্রেকের মধ্যে পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

বিবিএ নিউজ.নেট   |   শনিবার, ২২ মে ২০২১   |   প্রিন্ট   |   236 বার পঠিত

বিডি ফাইন্যান্স ও বাংলা ট্রেকের মধ্যে পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স (বিডি ফাইন্যান্স) লিমিটেড ও বাংলা ট্রেক লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলা ট্রেকের গ্রাহকদের ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল সলিউশন প্রদানের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

বিডি ফাইন্যান্সের প্রধান কার্যালয় থেকে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কায়সার হামিদ এবং বাংলা ট্রেকের প্রধান নির্বাহী ইকবাল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে বাংলা ট্রেকের গ্রাহকরা বাংলাদেশ ফাইন্যান্স থেকে লিজ ফাইন্যান্স ফ্যাসিলিটিজ গ্রহণ করতে পারবেন, যার মাধ্যমে সহজেই তারা বাংলা ট্রেক থেকে বিভিন্ন ধরনের ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশন মেশিনারিজ, জেনারেটর ও ডাম্প ট্রাক ক্রয় করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডি ফাইন্যান্সের হেড অব সিআরএম সুমন কুমার কুণ্ডু, হেড অব ব্রাঞ্চেস মোহাম্মদ জহির উদ্দিন, সিএফও সাজ্জাদুর রহমান ভূঁইয়া, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমীন, হেড অব আইটি অ্যান্ড বিটি বুদ্ধদেব সরকার, বাংলা ট্রেকের সিএমও তারেক আহমদ এবং হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আব্দুল্লাহ আল কাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:২৯ অপরাহ্ণ | শনিবার, ২২ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।