শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:   |   রবিবার, ২৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   34 বার পঠিত

বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

বিদায়ী সপ্তাহে (২১-২৫ মে) সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একই অবস্থা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৩২৫ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসই৩০ সূচক ৩ দশমিক ২২ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ১৯৮ দশমিক ৫০ পয়েন্টে এবং ১ হাজার ৩৭০ দশমিক ৭৮ পয়েন্টে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৫৮৫ কোটি ৮৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯০৬ কোটি ১৮ লাখ টাকা বা ২৪ দশমিক ৬৩ শতাংশ।

ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯১৭ কোটি ১৭ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৭৩৫ কোটি ৯৩ লাখ টাকা।

গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০২টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ৬৯টির ও অপরিবর্তিত রয়েছে ২০২টি কোম্পানির। লেনদন হয়নি ১৩টি কোম্পানির শেয়ার।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি ৯৬ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সিএএসপিআই দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৬৩৭ দশমিক ৯৫ পয়েন্টে।

সিএসই৫০ সূচক দশমিক ১৬ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৫১ শতাংশ, সিএসআই সূচক দশমিক শূন্য ৬ শতাংশ এবং সিএসই এসএমইএক্স সূচক ৩ দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে- ১ হাজার ৩১৮ দশমিক ৩০ পয়েন্টে, ১১ হাজার ১৫১ দশমিক ৪৭ পয়েন্টে, ১ হাজার ১৬৭ দশমিক ৮৮ পয়েন্টে এবং ১ হাজার ৬৮০ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া সিএসই৩০ সূচক দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়ায় ১৩ হাজার ৪০৯ দশমিক ৪৩ পয়েন্টে।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৯৫ কোটি ৬৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৭২ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৯৩ লাখ টাকা।

তালিকাভুক্ত ৩১৭টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৯০টির, দর কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতনের তুলনায় উত্থান ১ দশমিক ৩৪ গুন বেশি হয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৭ হাজার ৩৪০ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৯৯ কোটি টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।