শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কার্যালয়ে মুজিব কর্নার স্থাপনের সিদ্ধান্ত

আদম মালেক   |   রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   497 বার পঠিত

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কার্যালয়ে মুজিব কর্নার স্থাপনের সিদ্ধান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কার্যালয়ে ‘মুজিব কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এজন্য ১০ লাখ টাকা ব্যয় ধরে প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বানের অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করে সরকার। এ উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সরকারের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও স্মৃতিকে সমুন্নত রাখতে কর্তৃপক্ষ কার্যালয়ে মুজিব কর্নার স্থাপনের সিদ্ধান্তও গ্রহণ করে প্রতিষ্ঠানটি। গত ২ সেপ্টেম্বর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিব কর্নার স্থাপনের ব্যাপারে তাগিদ দেন।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সূত্র বলেছে, সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে আলাপ করে জানা গেছে মুজিব কর্নার স্থাপনের জন্য ১০ লাখ টাকা প্রয়োজন। এ টাকা দিয়ে মুজিব কর্র্নারের জন্য বই, বুকশেলফ, টেরাকোটা, উডেন ফ্রেম, ফটো উইথ ফ্রেম, স্পট লাইট, থ্রিডি কাটআউট ও ড্রাই ফ্লাওয়ার ইত্যাদি কেনা হবে। তবে দরপত্র আহŸান করলে খরচের পরিমাণ কমবেশি হতে পারে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।