| সোমবার, ১০ জুন ২০২৪ | প্রিন্ট | 54 বার পঠিত
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সে সম্প্রতি কোম্পানির সকল শ্রেণির কর্মকর্তাদের অংশগ্রহনে ‘পারিবারিক তাকাফুল: ধারণা এবং প্রয়োগ’ শীর্ষক শরি’আহ্ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির শরি’আহ্ সুপারভাইজরি বোর্ডের সদস্য এবং শরি’আহ্ কনসালট্যান্ট মুফতি আবদুল্লাহ মাসুম, সিএসএএ।
সমাপনী বক্তব্যে বেঙ্গল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, বেঙ্গল ইসলামি লাইফ তথাকথিত একটি ইসলামি জীবন বীমা প্রতিষ্ঠান নয় বরং শতভাগ শরি’আহ্ ভিত্তিক মুদারাবা-ওয়াকালাহ হাইব্রিড মডেলে পরিচালিত একটি ইসলামি জীবন বীমা প্রতিষ্ঠান। সম্মানিত তাকাফুল গ্রাহকদের সুদমুক্ত সেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পরিষ্কার ধারণা সৃষ্টির লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বলে তিনি জানান।
Posted ২:০৭ অপরাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪
bankbimaarthonity.com | rina sristy