মঙ্গলবার ৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে সূচক কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   716 বার পঠিত

বেড়েছে সূচক কমেছে লেনদেন

বিদায়ী সপ্তাহের শেষ দুই কার্যদিবসের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের উভয় পুঁজিবাজারে সূচক বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধি পেতে থাকে। একপর্যায়ে সূচক দিনের সর্বোচ্চ ৪৪ পয়েন্টের বেশি বৃদ্ধি পায়। এরপর শেয়ার বিক্রির চাপে সূচক কিছুটা নেতিবাচক হলেও দিনের শেষ পর্যন্ত তা পজেটিভ অবস্থানে থেকেই লেনদেন শেষ হয়।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস ইনডেক্স ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। ফলে লেনদেন হয়েছে সাতশ’ ২৫ কোটি টাকার কিছু বেশি। এর আগের কার্যদিবস লেনদেন হয় ৯৩২ কোটি ৩৭ লাখ ৮ হাজার টাকার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আগের কার্যদিবসের তুলনায় সূচক বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

সিএসইতে সার্বিক সূচক ৫২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান নিয়েছে ১৭ হাজার ৬৫৪ পয়েন্টে। আর সিএসসিএক্স সূচক ৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৬৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১১৩টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিলো ৩৪ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।