শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্যাংকগুলোকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর লাইসেন্স দেয়ার আহবান সালমান এফ রহমানের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   369 বার পঠিত

ব্যাংকগুলোকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর লাইসেন্স দেয়ার আহবান সালমান এফ রহমানের

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিশ্বের সব বাজার নিয়ন্ত্রণ করে প্রাতিষ্ঠানিক ইনভেস্টররা। তারা মার্কেটের ৮০ থেকে ৯০ শতাংশ অবদান রাখে। কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারের তার ঠিক উল্টোটা।
এখানে ৮০ শতাংশ অবদান রাখে ক্ষুদ্র বিনিয়োগকারী এবং বাকি ১০ থেকে ২০ শতাংশ অবদান রাখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।
ফলে এ মুহূর্তে প্রয়োজনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বৃদ্ধি। তার জন্য ব্যাংকগুলোকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর লাইসেন্স দেয়ার আহবান জানান সালমান এফ রহমান।
তিনি বলেন, নতুন কমিশনারের নেতৃত্বে পুঁজিবাজার ভালো করছে। তারা ‘অকল্পনীয়’ সাড়া ফেলেছে তবে এখন প্রয়োজন আন্তর্জাতিক মানের ম্যচিউরড প্ুঁজিবাজার।
আজ শনিবার (০৩অক্টোবর) ‘বাংলাদেশের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা’ শীর্ষক ভার্চ্যূয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বলেন,দেশ এবং বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রয়োজন একটি শক্তিশালী পুঁজিবাজার। বিদেশি বিনিয়োগের সমস্যাগুলো চিহ্নিত করেছি।আমরা দ্রুত সমাধান করছি।
দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে কর জিডিপি রেশিও এবং ক্যাপিটাল মার্কেটের জিডিপির রেশিও অন্যান্য দেশের মতো না। তবে নতুন কমিশনারের নেতৃত্বে এখন পুঁজিবাজারের মার্কেটকে বাড়ছে দ্রুত বাড়ছে।বিশ্বের দরবারে পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) চেয়ারম্যান ব্যারিস্টার নিহাদ কবির,ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান,চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জের(সিএসই)চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের চেয়ারম্যান শেখ কবির হোসেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক আসোসিয়েশনের(বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানি সভাপতি আজম জে চৌধুরী, ডিএসইর পরিচালক রকিবুর রহমান,ডিএসই ব্রোকারস’ এসোসিয়েশনের সভাপতি শরিফ আনোয়ার হোসেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।