শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   367 বার পঠিত

ব্লক মার্কেটে ১৯ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ সোমবার ১৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), বেক্সিমকো ফার্মা, ফু-ওয়াং ফুড, গ্রামীণ ফোন, জিকিউ বলপেন, আইপিডিসি, মেট্রো স্পিনিং, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা, সি পার্ল হোটেল, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা এবং স্ট্যান্ডার্ড সিরামিক। আজ এসব কোম্পানির মোট ৫৩ লাখ ১৮ হাজার ৮৪৪টি শেয়ার ১১১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪০ কোটি ৪০ লাখ ১২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটার। আজ ব্লক মার্কেটে এ কোম্পানির ৯২ হাজার শেয়ার ৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১০ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। আজ ব্লক মার্কেটে এ কোম্পানির ১১ লাক ৩০ হাজার ৯৫৮টি শেয়ার ৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১০ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকা। এরপরের অবস্থানে রয়েছে সি পার্ল হোটেল। আজ ব্লক মার্কেটে এ কোম্পানির ৪ লাখ ৬৭ হাজার ৯৯টি শেয়ার ৪৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার টাকা।
আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- বারাকা পাওয়ারের এক কোটি ৪৫ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির এক কোটি ৩৯ লাখ ৭১ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৫৩ লাখ ৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৭ লাখ ৭ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ৬৮ লাখ ৪০ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৩ কোটি ৭২ লাখ ৮২ হাজার টাকা, জিকিউ বলপেনের ৫ লাখ ৭৫ হাজার টাকা, আইপিডিসির ৩১ লাখ ৭৫ হাজার টাকা, মেট্রো স্পিনিংয়ের ৩৫ লাখ ১০ হাজার টাকা, মুন্নু সিরামিকের এক কোটি এক লাখ ৩৮ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ১৭ লাখ ৩৯ হাজার টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬৪ লাখ ৫০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ২০ হাজার টাকা, এসকে ট্রিমসের ৪৯ লাখ ৯৭ হাজার টাকা, স্কয়ার ফার্মার ২ কোটি ৩৩ লাখ ৮২ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ৪০ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:২৭ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।