মঙ্গলবার ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বড় পতনে শেষ হলো সপ্তাহ

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   115 বার পঠিত

বড় পতনে শেষ হলো সপ্তাহ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) অস্বাভাবিক দরপতনে লেনদেন শেষ হয়েছে।

এদিন বিক্রয় চাপে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫১ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১৩৮ পয়েন্ট। সূচক ও অধিকাংশ শেয়ারের দাম কমলেও ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন বাজারে ৩৭৮ প্রতিষ্ঠানের ১৭ কোটি ৬০ লাখ ১৬ হাজার ৬৮১টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২৬১টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

বেশিরভাগ শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক ৫১ পয়েন্ট কমে ৬ হাজার ৭০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ১০ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক কমেছে ২৪ পয়েন্ট।

মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের বৃদ্ধির পর বুধবার ও বৃহস্পতিবার টানা দুদিন সূচক পতন হলো। এ আগে সপ্তাহের প্রথম দুদিন ররি ও সোমবার টানা দরপতন হয়েছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৬৭ কোটি ৪৭ লাখ ২৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।
লেনদেনের শীর্ষে ছিল ফরচুন সুজ লিমিটেড। এরপর ছিল বেক্সিমকো লিমিটেড, বিকন ফার্মা, এশিয়া ইনস্যুরেন্স, ওয়ান ব্যাংক, সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, সাইফ পাওয়ার, সেনা কল্যাণ ইনস্যুরেন্স এবং জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৩৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৫২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৭টির, অপরিবর্তিত ছিল ৩১টির।এ বাজারে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ৩৬৭ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।