শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহামারির কারণে কৃষিবিদ ফিডের আইপিও আবেদন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   492 বার পঠিত

মহামারির কারণে কৃষিবিদ ফিডের আইপিও আবেদন প্রত্যাহার

বর্তমানে করোনা (কোভিড-১৯) মহামারির কারণে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন প্রত্যাহার করে নিয়েছে কৃষিবিদ ফিড লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা অর্থ উত্তোলনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছিল কোম্পানিটি। এমনটাই জানিয়েছেন কোম্পানিটির ইস্যু ম্যানেজার। বুধবার বিএসইসির কাছে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে কোম্পানিটি।

কৃষিবিদ ফিডের মূল কার্যক্রম এবং ব্যবসার ধরণ হচ্ছে পোল্ট্রি ফিড, ফিশ ফিড এবং গবাদি পশুর সকল প্রকার খাদ্য উৎপাদন ও বিক্রয় করা। এ ছাড়া কোম্পানিটি সকল ধরনের এগ্রো জাতীয় খাদ্য বাংলাদেশ ও বিদেশের যেকোনো জায়গায় রফতানি এবং আমদানি করতে পারে।
কোম্পানি ব্যবসা সম্প্রসারণের জন্য শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল।

বিশ্বব্যাপী কোভিড -১৯ মহামারীর কারণে কৃষিবিদ ফিডের ব্যবসা অন্য অনেকের মতো কম হয়েছে। বিশেষ করে এর উৎপাদন ও সরবরাহ উল্লেখযোগ্যভাবে কম হয়েছিল।

কোম্পানির ব্যবস্থাপনা চিন্তিত যে মহামারী তাদের ব্যবসায় আরও ক্ষতি করবে। সুতরাং, তারা আইপিওর জন্য আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসি সূত্রে জানা যায়, কোম্পানি আইপিওর জন্য ২৮ অক্টোবর, ২০১৮ সালে কমিশনে আবেদন জমা দিয়েছে। পরে, বিএসইসি বাদ পরে যাওয়া কিছু কাগজপত্র জমা দিতে বলে। আজ বুধবার (১২ আগস্ট) সেই কাগজপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে।

কমিশন প্রয়োজনীয় কাগজপত্রের পরিবর্তে কোম্পানির কাছ থেকে আইপিও আবেদন প্রত্যাহারের চিঠি পেয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির ইস্যু ম্যানেজার – এমটিবি ক্যাপিটাল লিমিটেডের এক কর্মকর্তা  বলেন, যে কোম্পানির কিছু কর্মকর্তা কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন। সুতরাং, তারা মহামারী চলাকালীন আইপিওর প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে কাজ করতে পারেনি।

কোম্পানিটি বিল্ডিং এবং অন্যান্য নির্মাণ কাজের জন্য ৭ কোটি টাকা, প্লান্ট ও যন্ত্রপাতির জন্য ৪.০৯ কোটি টাকা, ব্যাংক ঋণ পরিশোধের জন্য ১০ কোটি টাকা, ডিজেল জেনারেটর কেনার জন্য ২.৮৫ কোটি টাকা এবং ভেলিভারি ভ্যানের জন্য ৪.০৭ কোটি টাকা ব্যবহার করতে চেয়েছিল।

৩০ শে জুন, ২০১৯ পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এর নিট মুনাফা হয়েছে ৫.৪১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ৪.৫৮ কোটি টাকা ছিল।

এর বিক্রয় আয় ছিল ৮৯.৯২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ৭৭.৮৬ কোটি টাকা ছিল।

একই সময়ে, এর শেয়ার প্রতি আয় ছিল ১.৯৭ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য ছিল ১৫.০৬ টাকা।

কৃষিবিদ ফিড লিমিটেড ২০১০ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এবং ১ জানুয়ারী ২০১২ এর কার্যক্রম শুরু হয়েছিল।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।