বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত ৪২ হাজার

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ২৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   215 বার পঠিত

যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত ৪২ হাজার

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটিতে এর মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ১০ হাজার ১৫১। এর মধ্যে মারা গেছে কমপক্ষে ১ লাখ ২৫ হাজার ৫৩৯ জন।

ওই পরিসংখ্যান বলছে, শনিবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৫৯৭ জন। অপরদিকে মারা গেছে ৫শ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৯৬ হাজার ৭৭০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জন।

তবে ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৮১ হাজার ৪৯৪ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৩ লাখ ৮৭ হাজার ১২৪টি। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৫ হাজার ৮১৬ জন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য।

এদিকে, যুক্তরাষ্ট্রের ১৫টির বেশি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশটির শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, নতুন করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র গুরুতর সমস্যায় রয়েছে।

মার্কিন এই বিশেষজ্ঞ বলেন, আমরা সবাই কেবল মাত্র একসঙ্গে এই ভাইরাসকে যুক্তরাষ্ট্র থেকে নির্মূল করতে পারি।

করোনাভাইরাসের বিস্তার ধীর করতে আরও জোরাল পদক্ষেপ দরকার বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মন্তব্য করলেও দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের অগ্রগতির প্রশংসা করেছেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৪০ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।