বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিগগিরই বিএসইসিতে অটোমেশনের মাধ্যমে কাজ পরিচালিত হবে : সাইফুর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   332 বার পঠিত

শিগগিরই বিএসইসিতে অটোমেশনের মাধ্যমে কাজ পরিচালিত হবে : সাইফুর রহমান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেছেন, বিএসইসিতেও অটোমেশনের জন্য পুরোদমে কাজ চলছে। শিগগিরই বিএসইসিতে অটোমেশনের মাধ্যমে কাজ পরিচালিত হবে। বাংলাদেশ সরকার আগে থেকেই ই- গভর্নেন্স শুরু করেছে। কিন্তু পুঁজিবাজারে ই-গভর্নেন্স এখনো ঠিকভাবে আসেনি। তবে আগে থেকেই পুঁজিবাজারে ডিজিটালাইজেশন শুরু হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ‘ই-ভোটিং অ্যান্ড ই-গভর্নেন্স: বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) সেমিনারটি আয়োজন করে।

সাইফুর রহমান বলেন, বর্তমান কমিশন ডিজিটাল অটোমেশনের অংশ হিসেবে কোম্পানিগুলোকে ডিজিটাল প্লাটফর্মে এজিএম করার অনুমতি দিয়েছে। জেড ক্যাটাগরির কোম্পানিগুলোতে যেমন ই- ভোটিং চালু করেছে বিএসইসি। ভবিষ্যতে পুঁজিবাজারের সকল কোম্পানিকে ই-ভোটিংয়ের আওতায় নিয়ে আসা হবে।

এতে করে পুঁজিবাজারের সমস্যাগুলো ক্রমান্বয়ে কমে আসবে। ই-গভর্নেন্সের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে বলে তিনি আমাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:৪৬ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।