রবিবার ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক:   |   বুধবার, ১৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   38 বার পঠিত

শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার লেনদেন শুরু

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির ইজিএম করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিট তার সহযোগী প্রতিষ্ঠান শেফার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেডকে অধিগ্রহণ করবে। এই প্রক্রিয়ায় শেফার্ড টেক্সটাইল তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজের সাথে একীভূত হবে। এজন্য কোম্পানিটি ইজিএম করবে।

আলোচিত একীভূতকরণ প্রস্তাবের বিষয়ে হাই কোর্টের অনুমতি পেয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে, কোম্পানিকে এখন শেয়ারহোল্ডারদের মতামত নিতে হবে। সে লক্ষ্যে কোম্পানিটি আগামী ২৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল ১০টায় অনলাইন প্ল্যাটফরমে এই ইজিএম অনুষ্ঠিত হবে।

ঘোষিত ইজিএমে অংশ নেওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ১৪ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে, তারা আলোচিত ইজিএমে অংশ নিতে পারবেন।

উল্লেখ, গত বছরের ২২ আগস্ট শেফার্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান শেফার্ড টেক্সটাইলকে একীভূত করার (অসধষমধসধঃরড়হ) সিদ্ধান্ত নেয়। বিদ্যমান আইন অনুসারে, এ বিষয়ে অনুমতি চেয়ে হাইকোর্ট আবেদন করা হলে আদালত গত ২২ মে অনুমতি দেয়। এর আলোকে কোম্পানিটি ইজিএম আয়োজনসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেয়।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।