শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   148 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ অক্টোবর) দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমলেও বেড়েছে বাজার মূলধন।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৯৩ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৪২.৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৬৯ পয়েন্ট বা ০.২৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫৬.৮৬ পয়েন্ট বা ২.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৯৫.৭৯ পয়েন্টে এবং দুই হাজার ৭৬৭.৩৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)২৭০ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৬৩৮টি শেয়ার ১৬ লাখ ২০ হাজার ১২৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১২ হাজার ৭২৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৭০১ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১ হাজার ১৪৫ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৩৩৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন এক হাজার ৫৭৯ কোটি ৩০ লাখ ০৬ হাজার ৩৬৭ টাকা বা ১৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৮২ হাজার ১২৪ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৫৮১ কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার ৮৯২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ৯৩৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৫১ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৯৫৫ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪.২৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৪১.৩১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৩.৬৮ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৩.১৮ পয়েন্ট বা ০.১৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৯.৪৮ পয়েন্ট বা ১.১৮ শতাংশ এবং সিএসআই ১৬.৬৩ পয়েন্ট বা ১.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৮৭৯.২১ পয়েন্টে, ১৫ হাজার ৫০১.৬০ পয়েন্টে, ১ হাজার ৫৯৭.৪৩ পয়েন্টে এবং এক হাজার ৩৮৪.১২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২৪.২১ শতাংশের দর বেড়েছে, ২৪৭টির বা ৭১.১৮ শতাংশের কমেছে এবং ১৬টির বা ৪.৬১ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।