শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাউথইস্ট ব্যাংকের ইএমভি ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড উদ্বোধন

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   521 বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের ইএমভি ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড উদ্বোধন

সাউথইস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য অত্যাধুনিক ইএমভি চিপ সুবিধা সম্বলিত “ভিসা ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সাউথইস্ট ব্যাংকের সেভিংস, কারেন্ট এবং শর্ট নোটিশ ডিপোজিট অ্যাকাউন্টের গ্রাহকরা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করে কোনোরকমের ফি ছাড়াই পাসপোর্ট এনডোর্স করে নির্ধারিত ট্রাভেল কোটায় অনুমোদিত অর্থ খরচ করতে পারবেন।

অত্যাধুনিক ইএমভি চিপ এবং পিন ভিত্তিক ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দিন-রাত ২৪ ঘণ্টায় ভিসা ব্র্যান্ডেড এটিএম মেশিনের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন এবং যে কোনো মার্চেন্ট থেকে কেনাকাটা করা যাবে।

এছাড়াও এই কার্ড ব্যবহার করে গ্রাহকরা দেশ ও বিদেশের যে কোনো স্থানে চিকিৎসা, ভ্রমণ, বিনোদনে লেনদেন করতে পারবেন।

“ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড” ব্যবহার করে থ্রি-ডি নিরাপত্তায় ই-কমার্সেও লেনদেন করা যাবে আরো সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও অধিকতর নিরাপদে।

এছাড়াও সাউথইস্ট ব্যাংক “ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড” এর উদ্বোধন করেছে যা মার্কিন মুদ্রার ফরেন কারেন্সী (এফসি) অ্যাকাউন্ট, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট (আরএফসিডি) এবং এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টের বিপরীতে গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।